সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া কর্মী প্রেরণ> রাজশাহী বিভাগে নিবন্ধন শুরু ১৬ থেকে ১৮ জানুয়ারি

চাঁপাইনবাবগঞ্জে মালশিয়ায় শ্রমিক নিয়োগের রেজিস্ট্রেশন ১৬ থেকে ১৮ জানুয়ারি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মালশিয়ায় শ্রমিক নিয়োগের রেজিস্ট্রেশন ১৬ জানুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জের ইউনিয়ন পরিষদ সমূহের তথ্যকেন্দ্রে শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ড. শাহ আলম জানান, আগামী ১৬ জানুয়ারি থেকে জেলায় মালশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের রেজিস্ট্রেশন শুরু হবে। ইউনিয়ন পরিষদ সমূহের তথ্যকেন্দ্রে এই সেবা প্রদান করা হবে আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি, মোট ৩দিন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন জানান, ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। শুধুমাত্র আলাতুলি ইউনিয়নের মালশিয়ায় যেতে ইচ্ছুক ব্যক্তিরা পার্শ্ববর্তী চরঅনুপনগর ইউনিয়ন তথ্যকেন্দ্রে রেজিস্ট্রেশন করবেন।  আলাতুলি ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্রে নেটওয়ার্ক সমস্যার কারণে তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী


মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ সরকারি ব্যবস্থাপনায় কর্মী হিসেবে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নিতে রাজশাহী বিভাগের সব জেলা ও উপজেলায় সবস্তরের মানুষের মধ্যে ব্যপক সাড়া পড়েছে। মাত্র ৪০ হাজার টাকায় বিদেশ যাবার সুযোগ কোন ভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না আগ্রহীরা। সরকার রিক্রুটিং এজেন্সিসহ দালালদের প্রতারণার সুযোগ বন্ধ করতে শুধু ইউনিয়ন তথ্যকেন্দ্রেই নিবন্ধন করার নিয়ম বেঁধে দেয়ায় এখন তাদের ল্য সুষ্ঠুভাবে এ কাজ শেষ করা। সরকারের এ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানাচ্ছে।
আজ (বৃহস্পতিবার) থেকে রাজশাহী বিভাগের জেলা ও উপজেলায় নিবন্ধনের দিন ধার্য করা হয়েছে। এ ল্েয উপজেলা প্রশাসনের পে ব্যপক প্রস্তুতি গ্রহণ করার খবর নিশ্চিত হওয়া গেছে। প্রশাসনের তত্বাবধানে ইতোমধ্যে সচল করে তোলা হয়েছে ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রগুলো। মালোয়েশিয়া যেতে ইচ্ছুকেরা নিবন্ধন নিয়ে তথ্য কেন্দ্রের উদ্যোক্তাদের প্রস্তুতিতে অনেকটাই আশ্বস্ত। ২০ থেকে ৫০ টাকায় তারা প্রায় ঘরে বসেই এ সেবা পাওয়ায় নিজেদের খুশির কথাও ব্যক্ত করছেন অনেকেই।  রাজশাহীর বিভিন্ন অঞ্চল ঘুরে জানা গেছে, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের তথ্য কেন্দ্রগুলোর সমন্বয়ে ৭ টি কেন্দ্রে ভাগ করে নিবন্ধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুটি ইউনিয়নের স্ব স্ব ইউনিট বসবে। এ বিষয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তাঁর ইউনিয়নের নিবন্ধন ইউনিট বসানো হবে নূরুলাবাদ পরিষদ ভবনে। বিষ্ণুপর ইউনিয়ন পরিষদে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় তাঁর ইউনিটটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে তিনি জানান। গনেশপুর পরিষদ সচিব জাহিদ বলেন, তাঁর ইউনিয়নের নিবন্ধনের কাজ হবে মৈনম পরিষদ ভবনে।  কালিকাপুর ইউনিয়ন পষিদের সচিব অভয় কুমার জানান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে তাঁদের নিবন্ধনের কাজ স্থানান্তর করা হয়েছে। এ ছাড়াও সংশিষ্ট সূত্র মতে মান্দা সদর ইউনিয়নকে প্রসাদপুর পরিষদে, পরানপুর ইউনিয়নকে ভালাইন পরিষদে ও কুসুম্বা ইউনিয়নকে ভারশোঁ পরিষদ ভবনে ইউনিট বসিয়ে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। নিবন্ধন প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে কালিকাপুর তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আরমিনা খানম জানান, উপজেলা প্রশাসন সেমিনার করে তাদের প্রশিণের ব্যবস্থা করেছে। এ জন্য নিবন্ধনে কোন সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। স্ব স্ব ইউপি চেয়ারম্যন ও সচিবরাও নিবন্ধন কাজে সহযোগিতা করছেন বলে জানান বিষ্ণুপুর ইউনিয়ন তথ্য কেন্দ্রের নারী উদ্যোক্তা মাহমুদা খাতুন। উপজেলা প্রশাসন ব্যপক প্রচারণার জন্য সার্বণিক মাইকিংয়ের ব্যবস্থা নিয়েছেন। এ প্রসঙ্গে ইউএনও কাউসার জাহান জানান, বিদ্যুত ব্যবস্থার নিশ্চয়তা বিধান করতে ১৪ ইউনিয়নকে ৭ টি কেন্দ্রে অন্তর্ভূক্ত করা হয়েছে। এসব কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন করে কর্মকর্তা নিয়োজিত রাখা হবে। 
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com