চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ১ যুবক আহত > অপর একজনকে ধরে নিয়ে গেছে



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জের জমিনপুর সীমান্তে বুধবার রাতে ভারতীয় সীমান্ত রী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহীন নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। এসময় এমরান নামে আরো এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মোঃ তামার ছেলে শাহীন ও নজরুল ইসলামের ছেলে এমরান রাত পৌনে ৮ টার দিকে কিরনগঞ্জের জমিনপুর সীমান্তের ১৭৯ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে জাল রুপী পাচার করছিলো। এসময় ভারতের ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের শ্মশানী সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের ল্য করে গুলি করলে শাহীন গুলিবদ্ধ হন। সে আহত অবস্থায় পালিয়ে আসলেও এমরানকে ধরে নিয়ে যায় বিএসএফ।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com