
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা জানানো শেষে সাংবাদিক নির্মল সেনের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুপুর একটায় প্রদান করা হয়েছে। সারাটা জীবন নিপিড়ীত মানুষের জন্য লড়াই করা নির্মল সেন নিজের দেহটিও দান করেছেন চিকিৎসা বিঙ্গানের কল্যানে। এর আগে সকাল ১১টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। লাল পতাকা দিয়ে ঢাকা কফিনে রাষ্ট্রপতির পে তাঁর একান্ত সচিব মোমিনুল ইসলাম প্রথমে ফুলের শ্রদ্ধা জানান। এরপর প্রয়াত এই সাংবাদিকের পরিবার থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন সামাজিক সংস্কৃতিক ,রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হন না ফেরার দেশে পাড়ি জমানো এই বিপ্লবী।
১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজের মধ্য দিয়ে নির্মল সেনের সাংবাদিকতা জীবন শুরু। এর পর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিকও হিসাবেও তিনি দীর্ঘদিন কাজ করেন।
ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ অবস্থায় বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। নির্মল সেনের বয়স হয়েছিল ৮২ বছর। তার জন্ম ১৯৩০ সালের ৩ অগাস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায়।