হরতালে বিশ্বরোড় এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষ > ১৫ রাউণ্ড- সর্টগানের গুলি নিক্ষেপ


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ টি পয়েন্টে পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া ও বিড়্গিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালে দূরপালস্নার সব ধরণের যান চলাচল ও শহরের প্রধান প্রধান মার্কেট বন্ধ রয়েছে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন বিশ্বরোড মোড় থেকে শিবিরের একটি মিছিল বের হয়। মিছিলে পুলিশ ধাওয়া করলে মিছিলকারীরাও ধাওয়া করে। এপর্যায়ে শিবির কর্মীরা পিছু হটে উপ-রাজরামপুর ও সিসিডিবি মোড়ে অবস্থান নেয়। এখান থেকে শিবিরকর্মীরা পুলিশের উপর ব্যাপক ইট-পাটকেল ছুড়তে থাকে। এসময় পরিসি'তি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড সর্টগানের গুলি ছোঁড়ে এবং পাল্টা ইট-পাটকেল ছোঁড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস'লে এসে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে। পুলিশের সঙ্গে র‌্যাব সদস্যরাও অংশ নেয়। তবে, এঘটনায় কেউ আহত হয়নি। রাস্তায় কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দুরপাল্লাসহ আন্তঃজেলা রুটে যান চলাচল করেনি। শহরের নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেটসহ প্রধান প্রধান মার্টেকগুলোসহ দোকানপাট রয়েছে। সোনামসজিদ স'লবন্দর থেকে কোন পন্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। এছাড়া জেলার সকল উপজেলায় শানি-পূর্ণভাবে পালিত হচ্ছে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।


Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com