
আগামী ১৬ জানুয়ারি বুধবার সারা দেশে আধাবেলা হরতাল করার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থি দুটি রাজনৈতিক জোট গণতান্ত্রিক বাম মোর্চ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
কেরোসিন, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে এই হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাল বুধবার সকালে বাম মোর্চা সংবাদ সম্মেলনের মাধ্যমে আর সিপিবি-বাসদ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে হরতালের ঘোষণা দেবে বলে উভয় জোটের নেতারা জানিয়েছেন।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন, সরকার যদি আজ মঙ্গলবার রাতের মধ্যে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম না কমায়, তাহলে ১৬ জানুয়ারি সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করা হবে। এই হরতালে সমর্থন দিতে অন্য বাম দলগুলোকেও আহ্বান জানিয়েছে তাঁরা।