মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ মঙ্গলবার রাজশাহী বিভাগের ৮ জেলায় অর্ধদিবস হরতালের কর্মসূচি দিয়েছে রাজশাহী জামায়ত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে আট জেলা আমীরের সিদ্ধান্তের আলোকে অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতিদাতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর আতাউর রহমান, রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইষলাম, বগুড়া জেলা আমীর শাহাবুদ্দিন, পাবনা জেলা আমীর আবদুর রহীম, নওগাঁ জেলা আমীর অধ্যাপক সালেকুর রহমান, নাটোর জেলা আমীর অধ্যাপক ইউনুস আলী, রাজশাহী পশ্চিম জেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, পূর্ব জেলা আমীর রেজাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর অধ্য নজরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল লতিফ প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আগামীকাল রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল শ্রমিক কল্যাণ ফেড়ারেশনে কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদীয় দলের নেতা রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানকে বিনা কারনে কোন অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। তাকে রাজশাহী মহানগরীর একটি মিথ্যা মামলা দিয়েছে যা অত্যান্ত লজ্জাজনক। বিবৃতিতে অবিলম্বে অধ্যাপক মজিবুর রহমানসহ সকল রাজবন্দির মুক্তি দাবি জানান নেতৃবৃন্দ। এদিকে, হরতাল কর্মসূচি দেওয়া খবরে সোমবার দুপর থেকে রাজশাহী মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে পুলিশের টহল ।
চারঘাটঃ
এদিকে চারঘাটে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মজিবুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে ও আগামী কাল হরতালের সমর্থনে গতকাল ১৪ জানুয়ারী সোমবার চারঘাট বাজারে চারঘাট উপজেলা জামায়াত এক বিােভ মিছিল করে। মিছিলটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদণি করে। মিছিল শেষে চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তারা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মজিবুর রহমানের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান এবং আগামী কাল রাজশাহী বিভাগে অর্ধদিবস হরতাল পালনের জন্য সর্বস্থরের জনগনের প্রতি আহবান জানান। বক্তারা ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল শফিকুর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন। তারা নেতৃবৃন্দের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে আট জেলা আমীরের সিদ্ধান্তের আলোকে অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতিদাতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর আতাউর রহমান, রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইষলাম, বগুড়া জেলা আমীর শাহাবুদ্দিন, পাবনা জেলা আমীর আবদুর রহীম, নওগাঁ জেলা আমীর অধ্যাপক সালেকুর রহমান, নাটোর জেলা আমীর অধ্যাপক ইউনুস আলী, রাজশাহী পশ্চিম জেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, পূর্ব জেলা আমীর রেজাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর অধ্য নজরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল লতিফ প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আগামীকাল রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল শ্রমিক কল্যাণ ফেড়ারেশনে কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদীয় দলের নেতা রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানকে বিনা কারনে কোন অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। তাকে রাজশাহী মহানগরীর একটি মিথ্যা মামলা দিয়েছে যা অত্যান্ত লজ্জাজনক। বিবৃতিতে অবিলম্বে অধ্যাপক মজিবুর রহমানসহ সকল রাজবন্দির মুক্তি দাবি জানান নেতৃবৃন্দ। এদিকে, হরতাল কর্মসূচি দেওয়া খবরে সোমবার দুপর থেকে রাজশাহী মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে পুলিশের টহল ।
চারঘাটঃ
এদিকে চারঘাটে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মজিবুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে ও আগামী কাল হরতালের সমর্থনে গতকাল ১৪ জানুয়ারী সোমবার চারঘাট বাজারে চারঘাট উপজেলা জামায়াত এক বিােভ মিছিল করে। মিছিলটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদণি করে। মিছিল শেষে চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তারা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মজিবুর রহমানের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান এবং আগামী কাল রাজশাহী বিভাগে অর্ধদিবস হরতাল পালনের জন্য সর্বস্থরের জনগনের প্রতি আহবান জানান। বক্তারা ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল শফিকুর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন। তারা নেতৃবৃন্দের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।