রাজশাহীতে আধাবেলা হরতাল> পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ> চার পুলিশ আহত

hartal in rajshahi
মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগে জামায়াতের ডাকা আধাবেলা হরতালের শুরুতেই সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর শিবিরকর্মীদের হামলায় চার পুলিশ আহত হয়েছেন। এসময় শহরের বিভিন্নস্থানে দশটি হামবোমা বিস্ফোরণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হরতালের শুরুতে সকাল সোয়া ৭টার দিকে মহানগরীর বিনোদপুর এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শিবির নেতাকর্মীরা এসময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের চার নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শিবির নেতাকর্মীরা পিছু হটে। এর আগে হাদির মোড় এলাকায় হরতালের সমর্থনে পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটাররা পালিয়ে যায়।
হরতালের সমর্থনে মঙ্গলবার সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে। হরতালে সব ধরনের নাশকতা এড়াতে সোমবার সন্ধ্যার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত রবিবার রাতে সাতক্ষীরা জেলা জামায়াতের অনুষ্ঠান শেষে ঢাকা যাওয়ার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে মজিবুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এরই প্রতিবাদে বিভাগের আট জেলায় আধাবেলা হরতাল ডাকা হয়।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com