বুধবার চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যে ভেজাল, তিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ ও জনস্বাস্থ্যের হুমকি প্রতিরোধে তথ্য অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়। বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে জেলা প্রশাসকের সম্মেলন কে আলোচনসভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ, কে, এম মাসুদুজ্জামনের সভাপতিত্বে আলোচনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. শাহ আলম। অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা তথ্য অফিসার তাজকিয়া আকবারী, স্বাচিপের জেলা সভাপতি ডা. গোলাম রাব্বানী ফটিক প্রমুখ। বক্তারা বলেন, ভেজাল খাদ্য খেয়ে মানুষের নানান প্রকার রোগব্যাধি হচ্ছে। ভেজাল খাদ্য প্রতিরোধ করা সরকারের একার পে সম্ভব নয়, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে তা রোধ করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।