চাঁপাইনবাবগঞ্জ গণজাগরণ মঞ্চ > অষ্টম দিনে শ্লোগান আর মোমবাতি প্রজ্জ্বলন

আব্দুর রব নাহিদ,গণজাগরণ মঞ্চ থেকে:শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জের গণজাগরণ মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যা সাত টার সময় প্রায় গণজাগরণ মঞ্চের সামনেই প্রায় দেড় হাজার মোমবাতি জ্বালানো হয়। এসময় মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে চারদিক। এছাড়া শহরের কলেজ শহীদ মিনার, প্রেসক্লাবসহ বিভিন্নস্থানে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন পেশাজীবীর মানুষ। এছাড়া ৮২ থেকে ৯০- এর আন্দোলনের ছাত্র নেতারা গণজাগরণ মঞ্চে জামায়াত-শিবির প্রতিহতের শপথ নেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com