সোনামসজিদে জ্যোতি কবি-কবিতা মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ-সোনামসজিদে জ্যোতি কবি-কবিতা মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার  অনুষ্ঠিত হয়েছে। উক্ত জ্যোতি কবি-কবিতা মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে কবি ইব্রাহিম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আঃ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আঃ খালেক এর সহ-ধর্মণী রাশেদা খালেক, কবি ফিরোজ কবির, শেখ সাদিকুল ইসলাম প্রমূখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন কবি তামিজ উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক উপাচার্চ্য আঃ খালেক,  শেখ শেখ সাদিকুল ইসলাম, ফিরোজ কবির, রাশেদা খালেক সহ অন্যানরা। অনুষ্ঠানে তামিজ উদ্দীন সম্পাদিত শূন্যভূমে সুবচন নামে একটি বই ও জ্যোতি কবি-কবিতা মেলা ও গুনিজন সংবর্ধনার বিশেষ সংখ্যা  একটি পত্রিকা মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মেচন করেন প্রধান অতিথি আঃ খালেক। মোড়ক উম্মোচন শেষে ৭ জনকে জ্যোতি কবি-কবিতা মেলা ও গুনিজন সংবর্ধনার ক্রেস্ট প্রদান করা হয়।


Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com