নাম তার মহব্বত আলী। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহানন্দা তীরবর্তী বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর গ্রামে জন্ম তার। দরিদ্র এই রিক্সা চালক মহান মুক্তিযুদ্ধ দেখেনি। কিন্তু অভাব অনটনের মাঝেও জানতে চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধকালীন রাজকারদের নির্মতার কথা, হত্যাযজ্ঞের কথা। সেই থেকে রাজাকারদের প্রতি ঘৃণা বুকে নিয়ে ঘুরে ফিরেছেন মহব্বত। রাজাকারদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে যখন প্রজন্মের সন্তানরা নতুন দ্রোহে উ্িজ্জবিত তখন রিক্সা চালক মহব্বও চাঁপাইনবাবগঞ্জে খুজে ফিরেছেন গণজাগরণ মঞ্চ। রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে তৈরী গণ জাগরণ মঞ্চে জাগ্রত মহব্বত মিশে গিয়ে কণ্ঠ মেলালেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। পরে সুরেলা কণ্ঠে গাইলেন দেশের গান, প্রতিবাদী গান। গানে গানে দাবি করলেন রাজাকারদের ফাঁসি। মাতালেন ছাত্র, তরুন, যুবকদের।