নবাবগঞ্জে শহীদ শামসুজ্জোহা স্বরণে আলোচনাসভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয় শহীদ বুদ্ধিজীবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ ড.শামসুজ্জোহা স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্মরণ সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরাকরি কলেজের অধ্য প্রফেসর সুলতানা রাজিয়া, উপাধ্য প্রফেসর গোলাম কবির, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, সুজিত নারায়র কোঙর, কহিনুর সুলতানা,জিয়াউল হক সহ অকেনেই।  বক্তারা চলমান তরুণ প্রজন্মের আন্দোলনের আলোকে ১৯৬৯ সালের আইয়ুব খান বিরোধী গণ আন্দোলন এর তুলনামূলক পর্যালোচনা করেন। পরে অনুষ্ঠিত কলেজের শিার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com