চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হরতালের পিকেটিং-এর সময় শিবির কর্মীরা লাঠি সোঠা নিয়ে শিবগঞ্জ বাজারস' আওয়ামীলীগ অফিসে হামলা ও গণ জাগরণ মঞ্চের টেবিল নামিয়ে ফেলেছে। এ ঘটনায় বিড়্গুব্ধ ছাত্রলীগ কর্মীরা বিড়্গোভ মিছিল করে পাল্টা জামায়াত অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙ্গচুর করেছে। উদ্ভুত পরিসি'তিতে শিবগঞ্জে ব্যাপক সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি দুই পস্নাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রতড়্গ্যদর্শীরা জানায়, সকালে একদল জামায়াত-শিবির কর্মী লাঠি সোঠা নিয়ে শিবগঞ্জ বাজারে মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা টিএ-টি মাঠে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তৈরী গণ জাগরণ মঞ্চের মঞ্চ তৈরীর কাজে ব্যবহার করা টেবিল নামিয়ে ফেলে। পরে তারা উপজেলা আওয়ালীমীলীগ অফিসে হামলা চালায়। শিবির কর্মীরা আওয়ামীলীগ অফিসের সাইন বোর্ড ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের ‘শুভেচ্ছা’ বিলবোর্ড ভাঙ্গচুর করে। এ ঘটনার পর বেলা সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগ বিড়্গোভ মিছিল বের করে জামায়াত অফিসে হামলা চালায়। এ সময় তারা জামায়াত অফিসের টেবিল চেয়ারসহ আসবাবপত্র ভাঙ্গচুর করে। বিড়্গুব্ধ ছাত্রলীগ কর্মীরা জামায়াত সমর্থিত আল মদিনা ক্লিনিকের সাইনবোর্ডও ভাঙ্গচুর করে।
হামলা পাল্টা হামলার ঘটনায় শিবগঞ্জে চরম উত্তেজনা বিরাজ করছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শারজিল হাসান জানান, উদ্ভুত পরিসি'তে আইন শৃংখলা পরিসি'তি ঠিক রাখতে র্যাব, পুলিশের পাশাপাশি দুই পস্নাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহনেয়ামতুলস্নাহ কলেজ মোড়, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে শিবির। মহাসড়কে ভারী যান চলাচলা করেনি। তবে, মূল শহরের জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক। বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকলেও শিড়্গা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলা ছিল।
এদিকে, আওয়ামীলীগ অফিসের সাইন বোর্ড ভাঙ্গচুর ও হামলার ঘটনায় ১০ শিবির কর্মীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বিকেল ৫টার দিকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আনোয়ার, কাউসার, মাসুদ, মাহিবুর, মোসত্মাকিম, আল-আমিন ও ইসমাইল, শরিফুল, মাসুম,রিপন। শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দিন আহমেদ গ্রেফতারের ঘটনা স্বীকার করে জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস'তি চলছে।