চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির উপর সন্ত্রাসীদের হামলার আসামীদের গ্রেফতার না করে উল্টো তার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে গতকাল সোমবার স্থানীয় সাধারণ পাঠাগারে ২টি প্রেসক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আহত চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদেকের দায়েরকৃত মামলা আসামীদের গ্রেফতারের দাবীতে আগামী বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিকী অবস'ান কর্মসূচী পালনের ঘোষনা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস-ফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাজাত হোসেন, প্রথম আলোর আনোয়ার হোসেন দিলূ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলূ কুমার ঘোষ, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, ইনকিলাবের মাহবুবুল আলম, সময় টেলিভিশনের এম, এ মাহবুব, দৈনিক খবরের আলমগীর কবির প্রমুখ। বক্তারা, চ্যানেল আই’র প্রতিনিধির আশরাফূল ইসলাম রঞ্জুর উপর হামলার ঘটনার ১১দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন- কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করা হয়। এমনকি আহত সাংবাদিকের বিরুদ্ধে গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ আমলী আদালত “ক” অঞ্চলে বোমা বিস্ফোরণ ও গরু চুরির অভিযোগে উল্টো মামলা দায়ের করায় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনা প্রতিবাদে আগামী বুধবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে প্রতিকী অবস'ান কর্মসূচী পালনের সিদ্ধান- নেয়া হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে ৭ ফেব্রুয়ারী জমিজমা সংক্রান- বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে ছবি তোলার সময় কতিপয় সন্ত্রাসী সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জুর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে মাথা পাঠিয়ে গুরুতর আহত করে।