যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অমর একুশে ফেব্র“য়ারী উদযাপিত হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটে মুক্তিযোদ্ধাদের পুস্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস ‘অমর একুশের’ কর্মসূচি। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে একে একে ফুল দিতে থাকে ভাষা সৈনিক, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন, রাজনৈতিক দল, সরকারি বিভিন্ন দপ্তরসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ।

মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ৫২ এর ২১ ফেব্রƒয়ারী স্মরণে মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গান, কখনও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে জেলার সকল শহীদ মিনার। জাতীয় শহীদ দিবসের অবিচ্ছেদ্য আবেগময় অংশ, নগ্ন পায়ে ফুল হাতে প্রভাতফেরি শুরু হয় ভোর হওয়ার সাথে সাথেই। কঠোর নিরাপত্তায় কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার, সকল উপজেলার শহীদ মিনারগুলি, বিশেষ করে শিা প্রতিষ্ঠানসমূহের প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে সাধারণ মানুষ জানিয়ে দেয় একুশের চেতনা আজও মুছে যায়নি।

একুশের অনুষ্ঠানগুলিতে বিপুল সংখ্যক আদিবাসীরা অংশ নেয়। শিশু কিশোরদের নিয়ে টাওয়ার হ্যামলেটস কাষ্টারের শিক দুই বৃটিশ তরুণী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করেন। জেলাার শহীদ মিনারগুলিতে এবং অন্যান্য স্থানেও রাত থেকে দিনভর চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল সরকারি-বেসরকারি ভবনে অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com