চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়স' গণজাগরণ মঞ্চ থেকে বিকেল ৪ টা ১৩ মিনিটে শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি বেলুনের মাধ্যমে উড়ানো হয়। কর্মসুচিতে বিভিন্ন রাজনৈতিক, সমাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ্বসহ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিড়্গার্থীরা অংশ নেয়। কর্মসুচি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিড়্গক অধ্যাপক সুজিত নারায়ন কোঙর, কলেজ শিড়্গক জিয়াউর ইসলাম, সাবেক ছাত্রনেতা মনিরম্নজ্জামান মনির, সংগঠক গোলাম রশিদ।