শিবগঞ্জে জামায়াত শিবিরের তান্ডবে ৬ হাজার পরিবারের মানবেতর জীবন- যাপন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতাঃ শিবগঞ্জে পল্লীবিদ্যুৎ বন্ধ থাকার কারনে প্রায় ২হাজার রাইস মিলের ৬ হাজার শ্রমিক ১৬ দিন যাবত মানবেতর জীবন-যাপন করছে বলে খবর পাওয়া গেছে।
সূত্রমতে শিবগঞ্জে বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের অধিনে প্রায় দুই হাজার রাইসমিল গ্রাহক রয়েছে। গত ২৮ ফেব্র“য়ারীতে জামায়াত শিবির পরিকল্পিত ভাবে তান্ডব চালিয়ে ও আগুন দিয়ে পল্লীবিদ্যুত ধ্বংস করে দিলে সেদিন থেকে বিদ্যুত বন্ধ থাকায় মিলগুলিও বন্ধ হয়ে যায়।
ফলে মিলের ৬ হাজার শ্রমিকের আয়ের পথ বন্ধ হয়ে ৬ হাজার শ্রমিকের পরিবারের প্রায় ৩০ হাজার মানুষের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার।
অন্যদিকে সুযোগ বুঝেএক শ্রেণীর অসাধূ মিল মালিক স্যালোমেশিনের সাহায্যে ধান ভেঙ্গে মন প্রতি ১০ টাকার পরিবর্তে ২০ টাকা করে আদায় করছে।
এব্যাপারে  রাইসমিলের শ্রমিক মোস্তফা জানান আমি হাদিনগর গ্রামের ধুলা খলিফার রাইসমিলে মাসিক ৫হাজার টাকা চুক্তিতে কাজ করে ৬সদস্য বিশিষ্ট পরিবার চালাতাম। কিন্তু আজ ১৬ দিন যাবত মিল বন্ধ থাকায় অধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছি।
তিনি আরো জানান বিভিন্ন সূত্রে জানতে পেরেছি একমাত্র জামায়াত শিবিরই এ তান্ডব ঘটিয়েছে। জামায়াত শিবিরের আল খাল্লা দেখে ও তাদের কথায় বিশ্বাস করে আমার মত মান্নান, একরামুল, একরাম সহ শতাধিক হতভাগা  মানুষ জীবনের শ্রেষ্ঠ ভুল করেছি।                                                                                

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com