কানসাট বিদ্যুৎ কেন্দ্রে আগুন> র‌্যাব ধরেছে ৩ জনকে

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লীবিদ্যুৎ অফিস ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত তিনজন দুস্কৃতিকারীকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা।

মঙ্গলবার বিকেলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের গোপালনগর এলাকার নজরুল ইসলাম (৭৬), তার ছেলে গোলাম সারওয়ার (৩৩) ও একই উপজেলার লাউঘাটার  রুহুল আমিনের ছেলে আব্দুল করিম (২৪)।

র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজশাহীর র‌্যাবের একটি দল সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদী বই ও নথি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, এরা গত ২৮ ফেব্রুয়ারি কানসাট পল্লী বিদ্যুৎ অফিস একটি মন্দির ভাংচুর করে ও অগ্নিসংযোগ করে। তারা এ নাশকতামূলক কর্মকাণ্ড মামলার আসামি।

ঘটনার পর থেকে তারা আত্মগোপনে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার তাদের থানায় সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com