বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করতে জামায়াত শিবির চক্র দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন কানসাট পলস্নী বিদ্যুৎ কেন্দ্রে যে তা-বলীলা চালিয়েছে তা ১৯৭১ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। ওই পলস্নী বিদ্যুৎ কেন্দ্রের কোয়াটারে ২১ দিনে বাচ্চা নিয়ে বসবাস করা পরিবারও রেহায় পায়নি। তাদের দেয়া আগুনে কোয়াটারে থাকা পরিবারগুলোর কোরান শরিফও পুড়েছে। গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী এ অভিযোগ করেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার বক্তব্যে ড়্গয়ড়্গতির ব্যাপকতা তুলে ধরে বলেন, ‘ ৭১ সালের পরাজিত শক্তি জামায়াত শিবিরের হামলায় যে ড়্গতি হয়েছে তা অপূরণীয়। টাকা বিচারের দু’ শ কোটি কিংবা তিন শ কোটি টাকার ড়্গতি হলেও এর বাইরে কর্মকর্তা কর্মচারীদের মানসিক ড়্গতি হয়েছে ব্যাপক। তারা ভীতসন্ত্রস' হয়ে পড়েছে। কাজের আস'ায় ফিরে আসতে পারছেনা’। বিদ্যুৎ সরবরাহ স্বাভাকিক করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারিগরি পরীড়্গা নিরীড়্গা করা হচ্ছে। এটির সঙ্গে অনেক কিছুই জড়িয়ে আছে। কাজেই খুব সহসাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবেনা’। তিনি এ বিষয়ে জনমত গড়ে তুলতে সাংবাদিকদের ভুমিকা রাখার অনুরোধ করেন।
সাংবাদিক সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি আব্দুল ওদুদ বলেন, ‘ ওরা ধর্মের নামে যে ধরণের সহিংসতা চালাচ্ছে। আমরা সরকারে থেকে দমন করতে পারছিনা, হিমসীম খাচ্ছি। বিএনপি’র ঘারে চড়ে তারা যদি ড়্গমতায় আসে তাহলে দেশকে ধ্বংস করবে। বাংলাদেশকে আফগানিস'ান বানাবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। এ সময় সম্মেলনে উপসি'ত ছিলেন, জেলা প্রশাসক ড. শাহ আলম, পুলিশ সুপার বশির আহম্মেদ।