জামায়াত-শিবিরের তাণ্ডবে পুড়ে যাওয়া
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন পরিদর্শন
করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক। তাণ্ডবলীলার ১১
দিনের মাথায় রোববার তিনি এই পরিদর্শন করলেন।
কানসাট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের আগে তিনি জামায়াত-শিবিরের
তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এরপর যান
ক্ষতিগ্রস্ত সোনামসজিদ পর্যটন কেন্দ্রে।
পরিদর্শন শেষে এনামুল হক সাংবাদিকদের বলেন, কোনো সভ্য মানুষের কাছে
রাষ্ট্রীয় সম্পদ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস আশা করা যায় না। জামায়াত-শিবিরের
সন্ত্রাসীদের জন্য কানসাটের ৪০ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছে। কানসাটের পল্লী
বিদ্যুতের সাবস্টেশনটি কবে নাগাদ পুনরায় চালু করা যাবে তা এই মুহূর্তে বলা সম্ভব
নয় বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী দুপুর ১২টায় এই সাবস্টেশনের ভিতর, আবাসিক এলাকা ও
কার্যালয় ঘুরে ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন এবং খোজ খবর নেন।
এ সময় সেখানে জেলা প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার বশির আহম্মেদ,
কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাসান শাহনেয়াজ উপস্থিত ছিলেন।
তবে, জেলা আওয়ামীলীগের সভাপতি এই মন্ত্রীর পরিদর্শনকালে দেখা যায়নি শিবগঞ্জ উপজেলা
আওয়ামলীলীগের সভাপতি ও সাধারণ সম্পদককে। এই দুই নেতাই অনুপস্থিত ছিলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার
হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবির সর্মথকরা কানসাট পল্লী বিদ্যুৎ
সমিতিতে হামলা চালিয়ে সমিতির অফিস, কর্মচারীদের কোয়ার্টার, সাবস্টেশন, রেস্ট হাউসে
ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয় বলে জানান কর্মকর্তারা।
তারা জানান, সাবস্টেশনে হামলার ফলে এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহক
এখনও অন্ধকারে রয়েছে। বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় ৭১০ হেক্টর জমির চাষাবাদ
হুমকির মুখে পড়েছে।
এদিকে জামায়াত শিবিরের তাণ্ডবের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুক্রবার
তাদের কাজ শুরু করেছে।
তদন্ত কমিটির প্রধান রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার
অশোক কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় অন্য দুই
সদস্যও উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, সাবস্টেশনে আগুন ও লুটপাটের
ঘটনায় রোববার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন গোলাম রসুল (৪৫), হাবিবুর রহমান (৫৫), শফিকুল (২৫), সহরুল
(৪২), মাসুদ (২৬), দুরুল (৪৯), জুলমত (৬০), ইসাদুল (৩২), মনির (৩৩) ও রেজাউল (৩৭)।