শিবগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্র“তার জের ধরে  এক  মুক্তিযোদ্ধার পরিবারকে গুরুতর জখম করে  বাড়ি ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে এক দল সন্ত্রাসী। সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করে মহা বিপদে পড়েছেন ঐ মুক্তিযোদ্ধা।মামলা প্রত্যহারের জন্য মুক্তিযোদ্ধার পরিবারকে সন্ত্রাসীরা বিভিন্নধরনে হুমকি দেয়া অব্যাহত রেখেছে। থানা ও এলাকাবাসীর সূত্রে জানা,গেছে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে উপজেলার মনাকষা ইউনিয়নাধীন নামোটোলা গ্রামে গত ৬ মার্চ সকাল ১০ টার দিকে মুক্তিযোদ্ধা মোহাঃ মুনজুর হোসেনের (মুক্তি সনদ নং১৭৯৬১০) বাড়িতে একই গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে জোহর উদ্দিনের নেতৃত্বে ৪০ -৫০ জনের একটি সন্ত্রাসীর দল দেশীয়অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে মুনজুর ও তার স্ত্রীকে গুরুতর জখম করে  ও শ্লীতাহানি ঘটায়। এসময় স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে।
     এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।  মামলা নং১৭, তারিখ ০৬-০৩-১৩, মুক্তিযোদ্ধা মুনজুর হোসেন ও তার স্ত্রী এ প্রতিবেদককে জানান, মামলা করার পর মামলা প্রত্যাহারের জন্যঐ সন্ত্রাসীর দল প্রান নাশ সহ বিভিন্ন ধরনের হুমকি দি”্ছ।েএ ব্যাপারে শিবগঞ্জ থানায়  একটি জিডি  করা হয়েছে।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাঃ রুহুল  আমীন জানান,মামলাটি  তদন্ত চলছে, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আসামীদের বাড়ি থেকে লুট করা কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com