মানবতা
বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণায় জেলা জুড়ে জামায়াত
শিবিরের তাণ্ডবলীলার পর চাঁপাইনবাবগঞ্জ শহরে মঙ্গলবার এই প্রথম আওয়ামীলীগ প্রকাশ্য
রাজনৈতিক কর্মসুচি পালন করেছে। আভ্যন্তরিণ গ্রুপিং এর কারণে ‘হরতাল বিরোধী’ নামের এই
কর্মসুচিটি হয়েছে পৃথক পৃথকভাবে।
দলীয়
সূত্র জানিয়েছে, সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরই শিবগঞ্জের কানসাট বিদ্যুৎ কেন্দ্র,
সোনামসজিদ পর্যটন মোটেল, অক্ট্রয় মোড়ে বিআরটিসি বাসে হামলা, ভাঙ্গচুর অগ্নিসংযোগসহ
বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় জামায়াত শিবিরের চালানো ধ্বংসযজ্ঞের পর দীর্ঘ চাঁপাইনবাবগঞ্জ
আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন নিরব অবস্থান করেছে। তাণ্ডবলীলার দীর্ঘ ২০ দিনের মাথায়
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় থেকে হরতাল বিরোধী কর্মসুচির নামে সদর আসনের সংসদ সদস্য
ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওদুদের নেতৃত্বে ওদুদ গ্রম্নপ
বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজারে
গিয়ে সমাবেশে মিলিত হয়। শহর আওয়ামলীলীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় উপসি'ত ছিলে জেলা স্বেচ্ছাসেবকলীগের
সভাপতি মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান, শহর আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক গোলাম শাহনেওয়াজ অপু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, শান্তনা
হক শান্তা, জেলা ছাত্রলীগের সাধারাণ সম্পাদক জিয়া্উর রহমান আরমান। এদিকে প্রায় একই
সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন
ম-লের নেতৃত্বে পৃথক মিছিল বের হয় শহরে। ম-ল গ্রম্নপের এই মিছিলে ছিলেন, জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান রম্নহুল আমীন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
এ্যাড. নজরম্নল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান, মুক্তিযোদ্ধা
কমাণ্ডার গোলাম রাব্বানী, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক। দুই গ্রুপের মিছিল
পরবর্তী সমাবেশ থেকে জামায়াতের তা-বলীলার ব্যাপক সমালোচনা করা হয়।
দু’গ্রম্নপের
পৃথক পৃথক মিছিল সমাবেশকে স্থানীয় আওয়ামীলীগে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম
প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন নেতাকর্মী নেতৃবৃন্দ্বের কঠোর সমালোচনা করে কালের কণ্ঠকে
বলেন, ‘ এদের কারণে জামায়াত শিবির সুযোগ নিয়ে নিচ্ছে। তারা তা-বলীলা চালালেও ঐক্যবদ্ধ
প্রতিবাদ করা যাচ্ছে না। এতো দিন কোন নেতাকেই মাঠে দেখা যায়নি। এখন নামলো তো আবার দুই
ভাগে ভাগ হয়ে’। এ ব্যাপারে শহর আওয়ামীলীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার সঙ্গে
যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ রায় ঘোষণার পর ছাত্রলীগ যুবলীগ মিষ্টি বিতরণ করেছে। তারা
বিচ্ছিন্নভাবে মিছিলও করেছে। তবে আওয়ামীলীগের উদ্যোগে শহরে এ প্রথম বড় ধরণের মিছিল
সমাবেশ হলো’।
এদিকে,
সাঈদীর রায় ঘোষণার পর জামায়াত শিবিরের তা-বলীলায় বেশী ক্ষতিগ্রস্থ' এলাকা শিবগঞ্জের
অবস্থা আরো করুণ। ২৮ ফেব্রম্নয়ারি কানসাট পলস্নী বিদুৎ কেন্দ্র পুড়িয়ে দেয়াসহ সোনামসজিদ
পর্যটন মোটেল ভাঙ্গচুর অগ্নিসংযোগ, উপজেলা আওয়ামীলীগ অফিস ও বিভিন্ন বাড়ী ঘর ভাঙ্গচুরের
১১ দিন পর ওই আসনের এমপি বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী এনামুল হক এলাকায় ঢুকে ড়্গতিগ্রস'
স'াপনা পরিদর্শনের সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার সঙ্গে ছিলেন
না। মূল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াই মন্ত্রী তার ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম
সম্পাদক নজমুল হক, সহযোগী সংগঠনের ক’জন নেতাকে নিয়ে এলাকা পরিদর্শন করেন। তবে, শিবগঞ্জের
কানসাট সোলাইমান মিয়া ডিগ্রি কলেজ মাঠে ১৪ দলের ব্যানারে জনসভা হয়েছে। যাতে প্রধান
অতিথি ছিলেন, আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য আমির হোসেন আমু। ওই জনসভা থেকে বাড়ী
ফেরার পথে শিবগঞ্জের মনকাষা ও বিনোদপুর এলাকার আওয়ামীলীগের কর্মীরা শ্যামপুরের গোপালনগরে
জামায়াত শিবিরের হামলার শিকার হয়। এতে অনত্মত ১৫ জন আহত হয়। দলীয় সূত্র জানায়, দলের
নাজুক অবস'ার কারণে শিবগঞ্জে জামায়াত শিবির তা-বলীলা চালানোর পর দ্বিতীয় দফায় হামলা
করে আওয়ামীলীগ কর্মীদের আহত করেছে। ওই সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফার হামলার পরেও স'ানীয়
আওয়ামীলীগ কোন রাজনৈতিক কর্মসুচিই হাতে নেয়নি। দলীয় সূত্রগুলো জানিয়েছে, একদিকে মন্ত্রীর
ড়্গমতাশালী গ্রম্নপ অন্যদিকে সাংগঠনিক ভিত্তি নিয়ে থাকা সভাপতি সাধারণ সম্পাদক গ্রম্নপ
বিপরীত মূখি অবস'ান নিয়ে বসে থাকায় সংগঠন দিন দিন ড়্গতিগ্রস' হচ্ছে। ফিরে পাচ্ছেনা
প্রাণচাঞ্চল্য।