বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সিংহদের ৩ উইকেটে পরাজিত করে জয় ছিনিয়ে নিল টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৭
ওভারে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হাতে রেখেই গন্তব্যে
পৌঁছে যায় মুশফিক বাহিনী।
বৃহস্পতিবার পাল্লেকেলে আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০২ রান করে
শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য
নির্ধারণ করা হয়েছে ২৭ ওভারে ১৮৩ রান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে
তিলকারত্নে দিলশানের ১২৫ রানের ইনিংসটির সুবাদে ৩০২ রান সংগ্রহ করে
স্বাগতিক শ্রীলঙ্কা। এছাড়া জানিথ পেরেরা ৫৬ ও কুমার সাঙ্গাকারা ৪৮ রান
করেন। বাংলাদেশের পক্ষে পাঁচটি উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক।