চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত বিএনপি’র সঙ্গে পুলিশের সংঘর্ষ বেশ কিছু ককটেল বোমা বিষ্ফোরণসহ সদর ও শিবগঞ্জে মটরসাইকেলে আগুন ও ভাঙ্গচুরের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ১৮ দলের ডাকা হরতাল পালিত হচ্ছে।
সকালে শিবগঞ্জ বাজার এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংকালে জামায়াত বিএনপি কর্মীরা শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা ইমানী আলীর মটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা অপর একটি মটর সাইকেল ভাঙ্গচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে এসে তাদের ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষকালে পিকেটাররা বেশ কিছু ককটেল বোমাও বিষ্ফোরণ ঘটায়। এতে আহত হয় দু’জন। পরিসি'তি নিয়নত্মণে আনতে পুলিশ ৩ রাউ- রাবার বুলেট নিড়্গেপ করে। সংঘর্ষকালে ঘটনাস'ল থেকে পুলিশ ৫ জনকে আটক করেছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদরের শিবতলা এলাকায় সকালে পিকেটাররা একটি মটর সাইকেল ভাঙ্গচুর করেছে। হরতালে দূরপালস্না ও আনত্মঃজেলা রম্নটে যান চলাচল বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়েনি। চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, আব্দুল মান্নান সেন্টু মার্কেটসহ প্রধান প্রধান মার্কেটগুলোও খোলেনি। তবে, অন্যান্য দিনের তুলনায় পিকেটারদের উপসি'তি ছিল অনেক কম। ব্যাংক বীমাসহ সরকারি অফিসে কাজ কর্ম হয়েছে স্বাভাবিক। তবে লোকজনের উপসি'তি ছিল কম।