চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি বাড়িতে অগ্নি সংযোগসহ লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স'ানীয়রা জানায়, দুপুরে ইউনিয়নের টিকরী বাজারে ইউপি চেয়ারম্যানের অনুপসি'তিতে ভিজিডি’র চাল বিতরণের সময় কয়েক জন যুবক বাধা দেয়। এ নিয়ে স'ানীয় আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি কর্মীরা সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা তোহুর আহম্মেদের বাড়ীতে ইটপাটকেল নিড়্গেপ করলে সে তার বন্ধুক দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এ নিয়ে আওয়ামীলীগ বিএনপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আওয়ামীলীগ কর্মীরা সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা ফজলুল হকের বাড়িতে হামলা করে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা রাসত্মায় দাঁড়িয়ে থাকা একটি ভুটভুটিতেও আগুন দেয়। ফজলুর হক অভিযোগ করেছেন, হামলাকারীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার পাশাপাশি ব্যাপক লুটপাটও করেছে। এ সময় তার ছেলে আল আমীন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স'লে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।