১৮ দলীয় জোটের ৩৬ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামীলীগসহ ১৪ দলের নেতাকর্মীরা। পরে শহীদ শাটু হলের সামনে সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা গোলাম শাহনেওয়াজ অপু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের নেত্রী শান্তনা হক শান্তা,সাম্যবাদী দলের কামাল উদ্দীন। এই সময় বক্তরা বলেন যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য ১৮ দল হরতাল দিলেও মানুষ তা প্রত্যাান করেছে। যুদ্ধাপরাধীদের বিচার হবে উল্লেখ করে বক্তরা বলেন তরুন সমাজ এবার জেগেছে শাহাবাগের আন্দোলনের কথা উল্লেখ করে তারা বলেন খালেদা জিয়া আপনি এই সব তরুনকে নষ্ট বলেছেন। কারণ তারা রাজাকারের ফাাঁসি চেয়েছিল। এই সময় হরতাল বিরোধী ও রাজাকারের ফাঁসি চাই বলে শ্লোগান দেয় নেতাকর্মীরা।