পুলিশের ধাওয়ায় বিএনপি মিছিল ছত্রভঙ্গ ॥ বিএনপি নেতা রঞ্জুসহ আটক ২


চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রেসক্লাব সড়কে হরতালের সমর্থনে বুধবার রাতে বের হওয়া বিএনপি’র মিছিল পুলিশী ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় পুলিশ জেলা বিএনপি’র প্রচার সম্পাদক সাদিউল ইসলাম রঞ্জুসহ ২ জনকে আটক করেছে।
স'ানীয়রা জানায়, রাত ৮টার দিকে হরতালের সর্মথনে বিএনপি’র একটি মিছিল পাঠানপাড়াস' দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিলটি নিউমার্কেট হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে গাবতলা মোড় থেকে আবারো নিউমার্কেটের দিকে ফিরে আসে। এসময় প্রেসক্লাব মোড়ের কাছে পুুলিশী বাধার মুখে পড়ে। তর্কবির্তকের এক পর্যায়ে পুলিশী ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ মিছিল থেকে বিএনপি নেতা সাদিউল ইসলাম রঞ্জু ও যুবদলকর্মী রফিকুল ইসলামকে আটক।
বিএনপি’র পড়্গ থেকে বলা হয়েছে, পুলিশ মিছিলে হামলা করে লাঠিচার্জ করলে ছাত্রদলসহ যুবদলের ৭/৮ জন নেতা আহত হয়।
এদিকে, ছত্রভঙ্গ হয়ে যাওয়া মিছিলের কর্মীরা আওয়ামীলীগ অফিসের সামনে গিয়ে চিৎকার ও গালিগালাজ করলে ওই এলাকার আওয়ামীলীগ কর্মীরা তাদের ধাওয়া করে। এ নিয়ে ঝিলিম রোড, পাঠানপাড়া, নিউমার্কেট এলাকায় উত্তেজনা ও আত্মংকের সৃষ্টি হয়। ঘটনাস'লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সদর থানার ওসি এনায়েত উদ্দীন জানান, মিছিল থেকে বিশৃঙ্খলা ঘটানো আশঙ্কায় দুইজনকে আটক করা হয়েছে।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com