মহান স্বাধীনতা দিবস পালিত > রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ

ভোর থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সামনে মুক্তিযোদ্ধা বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকা মাথায় বেঁধে ছুটে আসেন ছোট বড় সবাই। সবাই এক সঙ্গে সব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে দাঁড়িয়েছেন শহীদ বেদীর পাশে। কন্ঠে জয় বাংলা শ্লোগান, সাথে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ। সকালে নবাবগঞ্জ সরকারী কলেজের শিার্থীরা কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে তাদের কর্মসূচী শুরু করে। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলে কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্য সুলতানা রাজিয়া, মাজহারুল ইসলাম তরু, দাউদ হোসেন, ডা. সজিত নারায়ন কঙর,শিার্থী আব্দুল মজিদ, ফারুক। পরে কলেজর শিার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
নবাবগঞ্জ স্টেডিয়ামে সকাল ৮ টায় শুর হয় শিশু কিশোর সমাবেশ। সমাবেশে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক ড. শাহ আলম ও পুলিশ সুপার বসির আহম্মেদ। পরে মনোঙ্গ ডিসপ্লে পরিবেশিত হয়।
এদিকে শহীদ শাটু হলে সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে । মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, মুক্তিযোদ্ধা অমর আলী।
গন জাগরণ মঞ্চ চাঁপাইনবাবগঞ্জ শহরের মটোর সাইকেলসহ পতাকা মিছিল করেছে। গনজাগরণ মঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পতাকা মিছিলটি নবাবগঞ্জ টাউন কাবে গিয়ে শেষ হয়। মিছিলে তুরুন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলে বিভিন্ন ধরনের কর্মসূচীর পালন করেছে। জেলা সদরের বাইরে শিবগঞ্জ ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com