পল্লী বিদ্যুতে অগ্নীসংযোগ ও বিভিন্ন সহিংসতার মামলায় গ্রেফতার ৯

শিবগঞ্জে ককটেল বিষ্ফোরণের মধ্য দিয়ে ১৮ দলের ৩৬ ঘন্টার হরতাল শুরু হয়েছে।এ দিকে হরতালের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ বাজারের ইসলামী ব্যাংক অফিসের সামনে হঠাৎ করে এক হরতাল সমর্থণকারী একটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় ৩ জন পথচারী আহত হয়েছে। অন্যদিকে কানসাট মোড়ে আরও একটি ককটেল বিষ্ফোরণ ঘটলে এলাকায় আতংঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে ককটেল বিষ্ফোরণকারী গুরুত্বর আহত হয়। হরতালে গতকাল বুধবার দুপুরে শিবগঞ্জ বাজারে আবারও একটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় হরতাল সমর্থণকারীরা। এদিকে গত মঙ্গলবার শিবগঞ্জ থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশের উপর হামলা পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নীসংযোগ, বিভিন্ন সহিংসতার দ্রুত বিচার আইনসহ অন্যান্য মামলায় গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দূর্লভপুর ইউপির কালুপুর গ্রামের মৃত জয়নালের ছেলে হাবিবুর, শাহাবাজপুর ইউপির পিরোজপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে জমজম আলি ও একই গ্রামের ভোদু মন্ডলের ছেলে হাবিবুরসহ অন্যান্যরা। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে জামায়াত শিবির কর্তৃক অগ্নীসংযোগ দেওয়া, পুলিশের উপর হামলা ও সরকারী সম্পদের জান-মালের তিসাধন সহ বিভিন্ন মামলায় শিবগঞ্জ থানা পুলিশ এ পর্যন্ত মোট ২শ ৪৪ জন কে  গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মিজানুর রহমান জানান। গত মঙ্গলবার ৩জন কে ও গতকাল বুধবার ৯ জন কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানার পুলিশ।এদের বেশির ভাগই বিএনপি- জামায়াত নেতা কর্মী। অন্যদিকে হরতাল চলাকালে মহাসড়কে কোন ধরণের ভারি যানবহন চলাচল করতে দেখা যায়নি। তবে শহরের বাজার গুলোর দোকান-পাট, স্কুল,কলেজ, মাদ্রাসা, ব্যাংক সহ সব ধরণের অফিস খোলা ছিল। এদিকে হরতাল চলাকালে দেশে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ পানামা পোর্ট লিঃ এর সব ধরণের কার্যক্রম বন্ধ ছিল।বর্তমানে চলমান হরতালের কারণে শিবগঞ্জ এলাকায় আতংঙ্ক বিরাজ করছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com