তিন বছরের পথ চলা >কখনো জোয়ার কখনো ভাটা

একেবারেই শখের যায়গা থেকেই সাংবাদিকতায় যুক্ত হয়ে তখন দিনে দিনে প্রায় দুইটি দশক কেটে গেছে। নিউজ প্রিন্টের পাতায় হাতে লেখা সংবাদ ডাক বিভাগের ‘ বুকপোষ্ট’ সুবিধায় কম খরচে পাঠিয়ে সাংবাদিকতা করা থেকে সময় বদলের তালে কম সময়েই সংবাদ পাঠানোর জন্য এলো কুরিয়ার সার্ভিস। এটি ‘এনালগ’ পদ্ধতি। সময়ের পরিক্রমায় ‘ডিজিটাল’এর দিকে ধাবিত হয়ে সুবিধা আসে টেলিফোন, টেলিগ্রাম আর ফ্যাক্সের মাধ্যমে সংবাদ পাঠানো। খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্বময় প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে এখন ইন্টারনেট সুবিধায় সংবাদ, ছবি এমনকি ভিডিও ফুটেজ পাঠাচ্ছি ঘরে বসেই। ১৯৯৫ সালে ওই সময় ৮০ হাজারেরও বেশী টাকা ব্যয়ে ঢাকা থেকে একটা কম্পিউটার সেট কিনেছিলাম। সেটা অবশ্য কেনা হয়েছিল বাণিজ্যিক উদ্দেশ্যে। চাঁপাইনবাবগঞ্জ শহরের সম্ভবত সেটি ছিল প্রথম বাণিজ্যিক কম্পিউটার কম্পোজের দোকান।
যাক প্রসঙ্গে আসি। সাংবাদিকতার দায়বদ্ধতার যায়গা থেকে প্রযুক্তির সুবিধা ব্যবহার করতে করতে একটা নতুন চিন্তা আসে। ইন্টারনেট সুবিধা নিয়ে ওয়েব সাইটের মাধ্যমে প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার। আর এই চিন্তাকে উসকে দেয় প্রিয় সহকর্মী আব্দুর রব নাহিদ। নাহিদ, ‘উসকে’ দিয়ে বলা যায় পেছনে লেগে পড়ে। তার কথা একটা ওয়েব সাইট বানাতেই হবে। আমার ইচ্ছে আর নাহিদের লেগে থাকা। সম্ভবত ২০১০ সালের জানুয়ারি মাসের দিকের ঘটনা। শুরু হয়ে যায় পরীক্ষামূলক কাজ। যতই পরীক্ষামূলক কাজ করি। ততই আগ্রহ বাড়ে। কতদিন রাতে শুরু করা কাজ গভীর রাত পেড়িয়ে ভোরে গিয়ে ঠেকেছে। একটা প্রসঙ্গ না বললেই নয, ‘ডোমেইন’ কিনতে হবে তার জন্য লাগবে ‘ডলার’। ছুটলাম ব্রাক ব্যাংকে। সেখানে একাউন্ট খুলে ক্রেডিট কার্ড নিলাম। না বুঝে একাউন্ট খোলায় সেটি কাজেই আসেনি। ওই ক্রেডিট কার্ডে শুধুই দেশে টাকা লেনদেন করা যায়। ইন্টারন্যাশনালী করার সুবিধা ছিলনা। অবশেষে কম্পিউটার নিয়ে কাজ করা বটতলা হাটের মিঠু’র মাধ্যমে ‘নেমচিপ’ থেকে ‘ডোমেইন’ কিনে দখল করলাম ‘চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম’ নামটা। তারপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডট কম-এর শুভযাত্রা। সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক এনামুল হক এর উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি, আইনজীবি, শিক্ষক, সমাজকর্মীরা অভিভুত হয়েছিলেন নতুন এই নিউজ সাইটটি দেখে। আমরাও সেদিন তাঁদের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে নিউজ সাইটটি’র উত্তোরত্তোর উন্নতির অঙ্গিকার করেছিলাম। এরই মাঝে সহকর্মী হিসেবে আমাদের পরিবারে যোগ হন, সহকর্মী আজিজুর রহমান শিশির, ফয়সাল মাহমুদ, মেহেদী হাসানসহ ৪ উপজেলার মধ্যে আব্দুস সালাম তালুকদার, তাজামুল হক আরাফাত, বাবু, আব্দুল হামিদ, আমিনুল ইসলাম সোনাসহ কয়েকজন। কিন্তু যে দিপ্ত অঙ্গিকার ছিল সেটিকে বহন করতে পারিনি আমরা। কারণ অঙ্গিকাররটি ‘ভার’ ছিল অনেক বেশী। বিজ্ঞাপনই নেই, নেই কোন মহলের সহযোগিতা। নেটের খরচ, যোগযোগ খরচ সবগুলোই ‘নিজের পকেট’ থেকে। তবে একথা ঠিক দুরন্তগতিতে ভাটা পড়েছিল বটে, কিন্ত বন্ধ হয়ে যায়নি। একবার বছরঘুরে সাইট নবায়নের সময় নাহিদকে বলেছিলাম ‘বাদ দেও, এভাবে চালানো যায়না’। ওইবার নাহিদের মলিন মূখটা আজো আমার চোখের সামনে ভাসে। সেদিন সে শুধু বলেছিল ‘ ভাইয়া, বাদ দিয়ে দিবেন। এতো কষ্ট করলাম’। আবারও আমাদের গতিতে যোগ হয় ‘দুরন্ত’ কর্মযোগ। একেতো নাহিদকে নিয়েই আগে থেকে ‘বিপদে’ আছি। আবার নুতন করে ‘বিপদে’ ফেললো ¯েœহধন্য ফয়সাল। তারা দু’জন জোটবেধে ধরে বসলো, সাইটটিকে আরো উন্নত করতে হবে এবং পরিধি বিস্তৃত করতে হবে। অবশ্যই তারা সৎ উদ্দেশ্য নিয়েই ধরেছিল। তাদের জোটবেধে ‘ধরায়’ পরিধি বিস্তৃত করতে গিয়ে পকেট থেকে খসে গেল আরো কিছু টাকা। কিন্তু আসলে আমার, ফয়সালের এবং নাহিদের স্ব স্ব পেশার কাজ করে যেটুকু সময় দেয়া প্রয়োজন প্রিয় চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম-কে আমরা কেউই তা দিতে পারছিলাম না। কিন্তু এরই মাঝে পাঠাক প্রিয়তাও বেড়ে গেছে বহুগুণ। গুগল র‌্যাংকি-এ একটা শক্তিশালী অবস্থান নিয়ে ফেলেছে চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম। বিশ্বের বিভিন্ন যায়গায় থাকা চাঁপাইনবাবগঞ্জের প্রিয় মানুষগুলো আমাদের সাইট থেকে উপকৃত হয়ে যখন মন্তব্যগুলো করে তখন আমরা অভিভুত হয়ে যায়। সেই সুন্দর সুন্দর গুলোর প্রতি সম্মান জানিয়ে আমরা বলছি, তিনবছরের পথ চলায় জোয়ার ভাটার মত উঠানামা করেছে আমাদের যাত্রা। প্রকৃতির নিয়মানুযায়ী জোয়ারের পর ভাটা আসবে, এটা জেনেও আবারও বলছি- জোয়ারের সঙ্গে এগিয়ে যেতে না পারলেও, ভাটির দিকে নামবো না............ 

শহীদুল হুদা অলক
সম্পাদক
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com