চাঁপাইনবাবগঞ্জের প্রথম ও একমাত্র অনলাইন সংবাদ মাধ্যম চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম-এর ৩য় বর্ষপুর্তি উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার চত্বরে বৈঠকি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নিউজ ডটকম-এর সম্পাদক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন। নিউজ ডটকম-এর বার্তা সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক নাসিম মাহমুদ, আমিনুল ইসলাম, আব্দুল মালেক, আহসান হাবিব, ইমতিয়ার ফেরদৌস সুইট, জাকির হোসেন, এস কে রোকন, শহিদুল হক সুহেল ও মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নিউজ ডটকম-এর অনলাইন সম্পাদক আব্দুর রব নাহিদ। আলোচনায় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম-এর ৩ বছরের যাত্রার প্রসংশা করেন এবং আগামী দিনগুলিতে আরো নতুন নতুন ধারা সংযোজনের উপর গুরুত্ব আরোপ করেন। উত্তরে চাঁপাইনবাবগঞ্জ নিউজের সম্পাদক বলেন আমরা নানা সমস্যার মধ্য আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের সবচেয়ে বড় সমস্যা ইন্টারনেট ব্যবস্থার দূরাবস্থা। তাৎনিক সংবাদ প্রেরনের জন্য তবুও আমারা চেষ্টা করছি, যদিও কোন প্রকার আয় ছাড়ায় আমার চাঁপাইনবাবগঞ্জ নিউজ চালিয়ে নিয়ে যাচ্ছি, শুধুমাত্র নিজের মনের জোরে l পাঠকের প্রত্যাশা আছে অনেক আমরা পাঠকের প্রত্যাশা পূরণে সব সময় চেষ্টা করে যাব। তিনি পথচলায় সকলের সহয়োগিতা চাইলেল বারবার, বললেন এটা আমাদের নিজেদের সংবাদ মাধ্যম আমরা সকলেই এই পরিবারের সদস্য।