মীরজাফরের স্থান নেই > ওদের সর্বাত্মক শক্তি দিয়ে বিচার করা হবে

 স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতার প্রতি অবিশ্বাসী, আনুগত্যহীন কোন জনগনকে আমরা থাকতে দিতে পারিনা। বাংলাদেশ মীরজাফরের স'ান নয়, বাংলাদেশ অপরাধীদের অভয়ারণ্য নয়। দৃঢ়তার সঙ্গে রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে এদের শাসিত্মর আওতায় আনা হবে। তিনি গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে স'ানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষাণার পর দেশজুড়ে জামায়াত শিবিরের চালানো ধ্বংসযজ্ঞের প্রসঙ্গে বলেন, ‘যাদের দেশের প্রতি যাদের বিশ্বাস নেই, যারা ধর্ম ব্যবসায়ী। ধর্মকে মোড়ক হিসেবে ব্যবহার করে আখের গোছাতে চায়। তারাই সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। রাষ্ট্র ও জনগনের সম্পদ বিনষ্ট করেছে’। যে মর্মানিত্মক ঘটনা এখানে ঘটে গেছে তার নিন্দা করার ভাষা আমার নেই উলেস্নখ করে তিনি বলেন, ‘ অপরাধী অপরাধীই। অপরাধীর শাসিত্ম দিতে সরকার অঙ্গিকারাবদ্ধ। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এরকম ঘটনা আর না ঘটে সে জন্য তাদের বিরম্নদ্ধে ব্যবস'া গ্রহণ করা হবে’। তিনি জামায়াত শিবিরের সমালোচনা করে বলেন, ‘ড়্গমতার মালিক আলস্নাহ, জামায়াতে ইসলাম নয়। এরা ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী’। জামায়াতের মুষ্টিমেয় দূস্কৃতকারীকে প্রতিরোধে তিনি তরম্নণ প্রজন্মকে ঐক্যবদ্ধ এগিয়ে আসার আহবান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী কানসাট পলস্নী বিদ্যুৎ কেন্দ্রে জামায়াত শিবিরের তা-বলীলা প্রসঙ্গে বলেন, ‘ একটি বিদ্যুৎ কেন্দ্র স'াপনে সরকারের শত শত কোটি টাকা খরচ হয়। যারা বিদ্যুৎ সরবরাহ বিনষ্ট করেছে তারা এলাকায় সেচ ব্যবস'া সম্প্রসারিত হোক, খাদ্য উৎপাদন হোক এটা চায় না। এরা দেশের শত্রম্ন, জনগনের শত্রম্ন’।  পুলিশের প্রসংশা করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরাদেশে যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়া হয়েছিল তা পুলিশ শক্তহাতে মোকাবেলা করেছে। 
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সংসদ সদস্য আব্দুল ওদুদ, এ্যাড. শওকত আরা, চাঁপাইনবাগবঞ্জ জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন ম-ল, সদর উপজেলা চেয়ারম্যান রম্নহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মতিন, রহনপুর পৌরসভা মেয়র গোলাম মোসত্মফা, মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ,  জাসদ সভাপতি রফিকুল ইসলাম, সাম্যবাদী দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন। এ সময় মন্ত্রী সঙ্গে উপসি'ত ছিলেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার,  র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান।
বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে মন্ত্রী সরাসরি চলে যান সদর মডেল থানায়। সেখানে এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে জামায়াত শিবিরের তা-বে ড়্গতিগ্রস' কানসাট পলস্নী বিদুৎকেন্দ্র ও পর্যটন মোটেল পরিদশন করেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com