চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় হচ্ছে ৭ টি তথ্য সেবা কেন্দ্র হচ্ছে

জনগনের দ্বারপ্রান্তে তথ্য সেবা পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ের পর এবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় চালু হচ্ছে তথ্যসেবা কেন্দ্র। সারাদেশের ৫টি পৌরসভায় চালু হতে যাওয়া এ কর্মসুচিতে স্থান পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাও।  এ উপলক্ষে শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এ-টু-আই কর্মসূচীর আওতায় নগর তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের উপর আয়োজিত কর্মশালয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এ-টু-আই কর্মসূচীর পরামর্শক আসাদ উজ জামান। কর্মশালায় আরো বক্তব্য রাখেন এ-টু-আই এর যোগাযোগ সহযোগী হাসান বেনাউল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রৌকশলী সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র হাফেজ রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, কাউন্সিলর শাখাওয়াত হোসেন, রবিউল ইসলাম রবি, জাহাঙ্গির আলম, আব্দুল বারেক, সরিফা খাতুন বেবি, জেলা ই-সেবা সমন্বয়কারী শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক আসাদ উজ জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু করার পর তা ব্যাপকভাবে সাড়া পড়েছে। কেন্দ্রগুলো স্থাপনের মূল উদ্যেশই ছিল জনগনের কাছে তথ্যসেবা পৌছে দেয়া। বর্তমানে সারা দেশে প্রায় ৪৫ লাখ লোক সেবা কেন্দ্রগুলো থেকে তথ্যসেবা গ্রহণ করছে। এটি শিক্ষিত বেকার যুবকদেরও লাভজনক কাজে পরিণত হয়েছে। তারা (উদ্যোক্তরা) প্রতিমাসে প্রায় ৫ কোটি টাকা করে আয় করছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, কর্মসুচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ে একটি এবং কমিউনিটি এলাকায় আরো ৬টি মোট ৭টি তথ্যসেবা কেন্দ্র চালু করা হচ্ছে। এই সেবা কেন্দ্রগুলোতে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মতই জনগন তথ্যসেবা গ্রহণ করতে পারবে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, পৌর কাউন্সিলর, সাংবাদিকরা অংশ নেয়।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com