গতদিনের মত বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ (সোমবার) চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ডাকা হরতাল পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় পিকেটিং করে জামায়াত শিবিরের কর্মীরা। এ সময় জেলা জামায়াতের ব্যানারে একটি হরতালের সর্মথনে মিছিলও অনুষ্ঠিত হয়। হরতালকারীরা মহাসড়কের বিদ্যুতের পোল, গাছের ডালা পালা ও ইটপাটকেল ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। স্থানীয় সূত্রগুলো জানায়, বেলা বাড়ার পর পুলিশ ও বিজিবি সদস্যরা ব্যারিকেডগুলো সরিয়ে ফেলে। দ্বিতীয় দিনের এই হরতালে কোথাও বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে যান চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য উপজেলাগুলোতেও হরতাল হয়েছে সাধারণভাবেই।