চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মন্দিরে আগুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার নতুন আলিডাঙ্গা বটপাইকড়তলা সার্বজনীন পূজা মণ্ডপের একটি প্রতিমা কাঠামোয় রোববার দিবাগত রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দুর্গা প্রতিমার বাঁশ-কাঠ-খড় দিয়ে তৈরি কাঠামো পুড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা একটি সরস্বতী দেবীর প্রতিমা চুরি করে নিয়ে গেছে এবং মন্ডপের পূজা সামগ্রী বিনষ্ট করেছে।
আলিডাঙ্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গড়গড়িয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে আলিডাঙ্গা গ্রামে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। উল্লেখ্য, আলিডাঙ্গা গ্রামে ৪০ থেকে ৪৫ টি পরিবার বিগত ১০ / ১২ বছর থেকে ওই মণ্ডপে পূজা অর্চনা করে আসছিল।  ঘটনার পর সোমবার সকালে গ্রামের হিন্দু-মুসলিম সবাই মন্দিরের কাছে জড়ো হয় এবং পরবর্তী অনাকাংখিত ঘটনা প্রতিরোধে বাঁশের লাঠি তৈরী করে মন্দির প্রতিরক্ষায় প্রস্তুতি নেয়। বেলা ১১ টার দিকে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শারজিল হাসান, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দীন জানান, দুর্গা প্রতিমার অবকাঠামোটি আংশিকভাবে পুড়েছে এবং একটি ছোট সরস্বতী প্রতিমা চুরি হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com