জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবিরের ব্যাপক ভাঙ্গচুর, হামলা ও অগ্নিসংযোগসহ জামায়াত পুলিশ সংঘর্ষের ঘটনার তিন দিনের মাথায় নানা মূখী গুজব ও আত্মক তাড়া করে ফিরছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষকে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাগঞ্জ মূল শহর ও শিবগঞ্জ বাজারে জনগনের জীবনযাত্রা অনেকটায় স্বাভাবিক হয়ে আসলেও দুপুরের পর থেকেই ‘মিছিল’ আত্মংকে চিত্র পাল্টে যায়। দুপুরে শহরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, হটাৎকরেই ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। ক’জন ব্যবসায়ী বলেন, ‘ তিনটার দিকে জামায়াত-শিবির ও বিএনপি মিছিল করবে। তাই ঝুকি এড়াতেই দোকান পাট বন্ধ করে দিয়েছি’। একই আত্মংক দেখা দেয়া সাধারণ মানুষের মাঝেও। এদিকে, শিবগঞ্জ বাজারেও নানামুখী গুজব ও আত্মংক তাড়া করেছে ব্যবসায়ীদের। শনিবার বিকেলে মনাকষার দিক থেকে আওয়ামীলীগের এবং কানসাটের দিক থেকে জামায়াতে মিছিল আসবে এমন গুজবে বেশ কিছু ব্যাবসায়ীকে তাদের দোকানের মূল্যবান মালামাল সরিয়ে নিতেও দেখা গেছে। তবে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। গুজবে কান না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।