বৃহস্পতিবার বিকেলে থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরে জারি থাকা ১৪৪ ধারার মধ্যেই বিএনপি শনিবার বিক্ষোভ সামবেশ করেছে। বিকেলে শহরের পাঠান পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হলে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র্যাব সদস্যরা মাইক ব্যবহার না করার অনুরোধ করে। এই অনুরোধ উপেক্ষা করে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা পৌর কাউন্সিলর শাহনেয়াজ খান সিনা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা ফারুক হোসেন। সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়।