শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ বিকালে শিবগঞ্জেরর মনাকষা ঈদগাহ মোড়ে বিদ্যুতের দাবীতে সহস্রাধিক কৃষক সমাবেশ করেছে। কৃষক রাইসুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে কৃষকের সাথে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন বিনোদপুর ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও আদিনা ফঃ হঃ সরঃ কলেজের সাবেক ভিপি ফাইজুদ্দীন আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা মমতাজ বিন ইফতার, নাজির উদ্দিন, কৃষক রকিব, ইয়াসিন, নজরুল, জালালও সোহবুল প্রমুখ। প্রধান বক্তা জনাব তরিকুল বলেন, জামায়াত শিবির ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে অন্যায় অত্যাচার, লুন্ঠন, নারী ধর্ষন, অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করেছিল, ঠিক সেই ভাবে গত ২৮ ফেব্রুয়ারী জামায়াত শিবির হরতালের নামে সহিংস ঘটনা ঘটিয়ে লুটতরাজ, মানুষ হত্যা শতশত কোটি টাকার সরকারী ও বেসরকারী সম্পত্তি নষ্ট করেছে। শুধু তাই নয় পলী বিদ্যুতে হামলা করে ও আগুন লাগিয়ে সারা জেলায় বিদ্যুত বিছিন্ন করে দিয়েছে। ফলে হাজার হাজার কৃষক জমিতে সেচ দিতে না পারায় দিশেহারা। তাই সমাবেশের মাধ্যমে কৃষক সমাজ একদিকে যেমন সরকারের কাছে বিদ্যুতের দাবী জানাচ্ছে, অন্যদিকে তেমনি জামায়াত শিবিরের ঘৃণ্য কাজের বিচার চেয়ে প্রমান করেছে কৃষক সমাজও শাহাবাগের তরুন প্রজন্মের সাথে একাত্মতা প্রকাশ করে সকল মানবতাবিরোধী ও যুদ্ধাপধীর সর্বোচ্চ শাস্তি দাবী করেছে।