চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর এলাকায় জামায়াত আওয়ামীলীগের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল জামায়াত-শিবিরের ব্যাপক ভাঙ্গচুর অগ্নিসংযোগের ঘটনার জের ধরে সকালে সাহাবাজপুরের মুসলিমপুরে জামায়াত ও আওয়ামীলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নামো ধোবরা গ্রামের মোকবুল হোসেনের ছেলে আব্দুর রহিম মারাত্মক আহত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ২০ জন। এদিকে গতকালের ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সদর, শিবগঞ্জ ও ভোলাহাট থানায় ৭ টি মামলা হয়েছে। সদর থেকে আটক হয়েছে ৫ জামায়াত শিবির কর্মী। পুলিশ জামায়াতের ব্যাপক সংঘর্ষের প্রেেিত চাঁপাইনবাবগঞ্জ শহর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে।