জামায়াতের ডাকা হরতালে পিকেটিংকালে ও দুপুরে দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়
ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও আওমায়লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রায় ঘোষণার পর পর্বই বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ শহর ও শিবগঞ্জে শুরু করে ব্যাপক ভাঙ্গচুর ও অগ্নি সংযোগ। দিনভর চলা রণক্ষেত্রে পৃথক দুই ঘটনায় ২ জন নিহত হযেছে। হামলা হয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাড়ীতেও। উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহর ও শিবগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রায় ঘোষণার পর বিক্ষুদ্ধ জামায়াত শিবির কর্মীরা সোনামসজিদে নির্মাণাধীন পর্যটন মোটেলে আগুন লাগিয়ে সেখানে কর্মরত নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলামকে ৩ তলা থেকে ফেলে দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা পিটিআই এলাকায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশ ও আওয়ামীলীগ নেতা কর্মীর সঘর্ষ চলাকাল এক যুবক নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ চাঁপাইনবাগঞ্জ শহরে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দিনভর চলা তান্ডবে জামায়াত শিবির কর্মীরা শহরে ৪টি বিআরটিসি বাসে আগুন, প্রায় ১শ ৫০টি বাস ভাঙচুর, দোকানপাট, বাড়িতে হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রায় ঘোষণার পর বিক্ষুদ্ধ জামায়াত শিবির কর্মীরা সোনামসজিদে নির্মাণাধীন পর্যটন মোটেলে আগুন লাগিয়ে সেখানে কর্মরত নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলামকে ৩ তলা থেকে ফেলে দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা পিটিআই এলাকায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশ ও আওয়ামীলীগ নেতা কর্মীর সঘর্ষ চলাকাল এক যুবক নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ চাঁপাইনবাগঞ্জ শহরে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দিনভর চলা তান্ডবে জামায়াত শিবির কর্মীরা শহরে ৪টি বিআরটিসি বাসে আগুন, প্রায় ১শ ৫০টি বাস ভাঙচুর, দোকানপাট, বাড়িতে হামলা চালিয়েছে।
অন্যদিকে কানসাটে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে হামলা, ভাঙ্গচুর ও অগ্নি সংযোগের ফলে পুরো শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে, হামলাকারীরা অফিসে অগ্নি সংযোগের পর আবাসিক কোয়াটারেও হামলা ভাঙ্গচুর চালায়। কোয়াটারের পরিবারগুলো ঘর ছেড়ে পালিয়ে যায়। তারা অভিযোগ করেন, এসময় ব্যাপক লুটপাটও করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ-রাজশাহী মহাসড়কের হরিপুর, শিবতলা, বারঘরিয়া, শিবগঞ্জের বৈলতলা এলাকায় কাঠের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এক পর্যায়ে জামায়াত-শিবিরের বিক্ষুব্ধ কর্মীরা বিআরটিসি বাস স্ট্যান্ডে হামলা চালিয়ে ৪টি গাড়িতে অগ্নিসংযোগ,একটি বাস ভাঙচুর, প্রথম আলোর সংবাদপত্রের গাড়ি ভাঙচুর করে। বিশ্ব রোড় মোড় থেকে বাস টমিনাল পযন্ত রাস্তার ধারে দাড়িয়ে থাকা প্রচুর বাসে ভাঙ্গচুর চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ-রাজশাহী মহাসড়কের হরিপুর, শিবতলা, বারঘরিয়া, শিবগঞ্জের বৈলতলা এলাকায় কাঠের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এক পর্যায়ে জামায়াত-শিবিরের বিক্ষুব্ধ কর্মীরা বিআরটিসি বাস স্ট্যান্ডে হামলা চালিয়ে ৪টি গাড়িতে অগ্নিসংযোগ,একটি বাস ভাঙচুর, প্রথম আলোর সংবাদপত্রের গাড়ি ভাঙচুর করে। বিশ্ব রোড় মোড় থেকে বাস টমিনাল পযন্ত রাস্তার ধারে দাড়িয়ে থাকা প্রচুর বাসে ভাঙ্গচুর চালানো হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শিবগঞ্জ বাড়িতে হামলা ও
ভাঙচুর, দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদের দোকানপাটসহ, স্থানীয় আওয়ামী লীগ
নেতাকর্মীদের বাড়িতে ও অফিসে হামলা ভাঙচুর করেছে। সোনামসজিদে নির্মাণাধীন
পর্যটন মোটেলে আসা নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম কাজ পরিদর্শনের সময়
তাকে ৩ তলা থেকে ফেলে দিলে তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি পর্যটন
কর্পোরেশনের জেনারেল ম্যানেজার নিশ্চিত করেছেন। গোটা শহর জুড়ে চরম আতঙ্ক
অবস্থা বিরাজ করছে।
এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের শান্তিমোড়
এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে, এ ঘটনায় দু’পক্ষের ১০ জন আহত হয়েছে।
জেলা প্রশাসক ড. শাহ আলম জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।তিনি জানান, গোটা শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃংখলা রক্ষার্থে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহর ও শিবগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে।