চাঁপাইনবাবগঞ্জের ১৪ দলীয় জোট গতকাল বুধবার শহরে পতাকা মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১ টার দিকে শহীদ সাটু হলের সামনে থেকে শুরু হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ঘুরে এসে গণজাগরণ মঞ্চে সমাবেশ করে। এখানে বক্তব্য রাখেন ১৪ দলের জেলা সমন্বয়ক আওয়ামী লীগের জেলা সম্পাদক মঈনুদ্দীন মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, জেলা জাসদ সভাপতি রফিকুল ইসলাম, সাম্যবাদী দলের নেতা কামাল উদ্দীন প্রমূখ। বক্তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।