শোক: আলমাস বানু
চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মৃত আব্দুর রউফের স্ত্রী আলমাস বানু (৮০) গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। মৃতের প্রথম জানাজার নামাজ গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের ডাক বাংলা মাঠে অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়ি শিবগঞ্জের কমলাকান্তপুর আম বাগানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি রফিক হাসানের মা। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা শোক প্রকাশ করে।
শোক: ইউনুস রহমান
চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের অবসর প্রাপ্ত কাষ্টমস কর্মকর্তা মো: ইউনুস রহমান (৯৭) গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তিনি চাঁপাই গম্ভীরা দলের নাতি ফায়জার রহমানের পিতা। বিকাল ৫ টায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে মসজিদ পাড়া গোরস্থানে দাফন করা হয়।
শোক: বাহরাম বাদশা
আলীনগর হাইস্কুলের বাংলার সহকারী শিক্ষক বাহরাম বাদশা আজ বেলা ১১.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন(ইন্না লিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ বিকাল ৫.৩০ মিনিটে তার কর্মস্থল আলী নগর হাইস্কুলে সহকর্মী ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধায় খালঘাট করবস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।