কিরণগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

বুধবার ভোর রাতে শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তের একটি বাড়িতে অভিযান চালিয়ে হলুদের বস্তার ভেতর থেকে ১টি বিদেশি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।
জানা গেছে, বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের আতাউরের ছেলে কালুর বাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে, বাড়িতে থাকা হলুদের বস্তার ভেতরে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নতুন বিদেশি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে। কিরণগঞ্জ বিওপির নায়েব সুবেদার শামসুল আলম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, হলুদের বস্তাসহ অস্ত্রটি  উদ্ধার করে কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com