ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর ধর্মান্ধদের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পলিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসকাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, এমরান ফারুক মাসুম, কামাল উদ্দীন প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্য আতিকুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহসেনর দাবি জানান।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহসেনর দাবি জানান।