প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিগত বছরের ন্যায় এবারো শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ইর্ষনীয় সাফল্য অর্জন করেছে। এবার বিদ্যালয়টির সকল শিার্থী পাশ করা ছাড়াও ট্রালেন্টফুল ও সাধারণ মিলিয়ে ২১ জন বৃত্তি পেয়েছে। জেলার মেধা তালিকার ২০ জনের মধ্যে ১৩ জনই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বলে জানান এর প্রধান শিক মারুফুল ইসলাম। শিার্থীরাও তাদের এই সাফল্যে পিছনে বিদ্যালয়ে শিকদের অবদানের কথা উল্লেখ করে বলে আমাদের বিদ্যালয়ে নির্ধারিত কাসের বাইরে অতিরিক্ত কাস করানো হয়। এতে আমাদের অনেক উপকার হয়েছে। বাইরের কোচিং নির্ভশীলতা কমিয়ে স্কুলের বিশেষ এই কাস কার্যক্রম নিয়ে অবিভাবকরাও সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিচালনার সাথে সংস্লিষ্টদের। এই নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক বলেন আমরা চেষ্টা করছি এই ধারাবাহিকতা ধরে রেখে সকলের জন্য আরো উন্নত শিা নিশ্চিত করার।