শিবগঞ্জের বিনোদপুরে কৃষক সমাবেশ জামায়াত শিবিরকে অবাঞ্ছিত ঘোষনা

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের  বিনোদপুর ইউনিয়নাধীন খাসের হাট বাজারে গণজাগরণ মঞ্চের উদ্যোগে গতকাল বিকালে বিদ্যুতের দাবীতে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গনজাগরণ মঞ্চের আহ্বায়াক অধ্য মোহাঃ রুহুল আমীন তার বক্তব্যে বলেন গত ২৮ ফেব্র“য়ারীতে  জামায়াত শিবিরের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে পলী বিদ্যুৎ ভবন পুড়িয়ে ফেলায় কৃষি জমিতে সেচ বন্ধ,কলকারখানা অচল ও ছাত্র-ছাত্রীদের অপূরনীয় তির প্রতিবাদ  জানিয়ে জামায়াত শিবিরকে প্রতিহত করার জন্য কৃষক সহ সর্বস্তরের জনগনের প্রতি উদ্বাত্ত আহ্বান জানান এবং বাংলার মাটি থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরন ও যুদ্ধাপরাধীদের বিচারের দ্রুত  বেগবান করার জন্য সরকারের  সুদৃষ্টি কামনা করেন । জাতীয় পতাকা পুড়ানো সহ সবধরনের জঘৃন্য কার্যকলাপের জন্য বিনোদপুর ইউনিয়নের জনগনের প থেকে  জামায়াত শিবির কে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডঃ আসাদুল আলম,ভারপ্রাপ্ত অধ্য মুহাঃ শরিফুল ইসলাম,সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম পুটু, শরিফুল আলম, মোহাঃ এনামুল হক, আঃ রশিদ, ছাত্রলীগ নেতা রাহিত হাসান শরীফ প্রমুখ।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com