চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দূবৃত্তদের দেয়া আগুনে সম্পূর্ন ধ্বংস হওয়া পল্লী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মইননুদ্দীন মন্ডল। আজ বিকালে তিনি পুড়ে যাওয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন। এই সময় কেন্দ্রটির কর্মকর্তারা এই ধ্বংসযঙ্গের বর্ননা দেন। অনেকেই সে দিন শুধু প্রান নিয়ে বাঁচতে পেরেছেন বলে যানান। এই সময় বিদ্যৎ কেন্দ্রে পুড়ে যাওয়া রেকর্ড রুম সহ পুরো এলাকার বিভৎষতা দেখে মইনুদ্দীন মন্ডল বলেন এটি একাত্তরকেও হার মানায়। তিনি বলেন নিজেদের সম্পদ নষ্ট করে কি লাভ হয়েছে। উল্লেখ্য গত ২৮ ফেব্র“য়ারী এই ধ্বংসযঙ্গ চালানো হয়। এর পর থেকে বিদ্যুৎ না থাকায় কৃষি জমিতে সেচ বন্ধ,কলকারখানা অচল ও ছাত্র-ছাত্রীদের অপূরনীয় তির মুখে পড়তে হয়েছে। বর্তমানে বিকল্প উপয়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। নাশকতার পর থেকে ১ প্লাটন বিজিবি ও পুলিশ সার্বনিক কেন্দ্রটির নিরাপত্তায় কাজ করছে।