চাঁপাইনবাবগঞ্জ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য আটক

শিবগঞ্জ অফিস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুষ্কনী মাঠে মঙ্গলবার  রাতে ১৪/১৫ জনের একটটি দল ডাকাতী করার সময় একটি ধারালো হাসুয়াসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। অন্যান্য ডাকাত সদস্যরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতদের সাথে ধস্তাধস্তির সময় আহত হয় শিশুসহ ৫ ভুটভুটি যাত্রী।
আটককৃত হচ্ছে, মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আশরাফুল (৩০) ও দাইপুখুরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের মজিবুর (৩৫)। এব্যাপরে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি ভুটভুটিতে ৮/১০জন পুরুষ ও মহিলা চৌডালা যাচ্ছিল। এসময় পুষ্কুনী মাঠে গাছের গুড়ি ফেলে ব্যারিকেট দিয়ে ভুটভুটির পথরোধ করে দেশীয় অস্তের মুখে জিম্মি করে ডাকাতদল। এসময় শিবগঞ্জ থানা পুলিশের টহলরত অপর ভুটভুটিটি ঘটনাস্থলে পৌছালে পুলিশ ও ভুটভুটির যাত্রীরা ডাকাতদের ধরার চেষ্টা করে। অন্যন্য ডাকাতরা কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেলেও আশরাফুল ও মজিবুরকে একটি হাসুয়াসহ আটক করে। ডাকাতদের ধরার সময় ধস্তাধস্তিতে নাচোল উপজেলার মলিকপুর গ্রামের শাহবুদ্দিন (১৬),রফিকুল (১৮) ,তামিম (৩),শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের রুহুল (৩৩) ও আঃ সাত্তার আহত হয়। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান গতকালের ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের করা করেছে ।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com