চাঁপাইনবাবগঞ্জে বর্ষবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪ই এপ্রিল, ১ বৈশাখ বাংলা নববর্ষ। দিনটি বর্তমানে রুপ নিয়েছে বাঙালির হৃদয়ের এক মিলন মেলার উৎসবে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে  বাংলাদেশসহ যেখানেই বাঙালি আছে সেখানেই ১৪২০ বাংলা সালের আবহনে পালন করা হবে বিভিন্ন উৎসব-অনুষ্ঠান। বসবে মেলা, কিছুটা হলেও আমাদের আপন সংস্কতি সেদিন সাড়া ফেলবে শিশু থেকে বৃদ্ধ সকল বাঙালির ঘরে ঘরে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্ষবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ অনুষ্ঠানের বিভিন্ন আঙ্গিক এবং পরিবেশনা নিয়ে সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় মতামত দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহিত কুমার দাঁ, গৌরীচন্দ সিতু, ফাইজার রহমান মানি, এ. কাশেম অনুসহ জেলা শিশু একাডেমি,  শিল্পকলা একাডেমি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধিনিধিবৃন্দ।

সভায় জানানো হয়- ২৯,৩০ চৈত্র ১৪১৯ এবং ১ বৈশাখ ১৪২০ অর্থাৎ ১২,১৩,১৪ এপ্রিল জেলা শহরের হরিমোহন বিদ্যালয় প্রাঙ্গণে বসবে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা। এ ব্যাপারে জেলা প্রশাসক ড.শাহ আলমকে প্রধান করে জেলা বর্ষবরণ উদ্যাপন কমিটি করা হয়েছে। 
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com