১৮ দলের দ্বিতীয় ও শিবিরের ডাকা তৃতীয় দিনের হরতালে বুধবার চাঁপাইনবাবগঞ্জের উপরাজারামপুর এলাকায় পুলিশের গুলিতে লিমন নামের এক শিশু নিহত হয়েছে। জামায়াত শিবির কর্মীদের সঙ্গে র্যাব পুলিশ ও বিজিবি সদস্যদের সংঘর্ষ চলাকালে ৪ র্যাব সদস্যসহ অনত্মত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ জামায়াত শিবিরের ১০ জন নেতা কর্মীকে আটক করেছে। নিহত লিমন একই এলাকার ইটালী প্রবাসী লোকমান আলীর ছেলে।
সকালে শহরের উপরাজারামপুর মোড় ও সিসিডিবি মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেশ কয়েকজন জামায়াত শিবির কর্মীকে আটক করে। অভিযানকালে জামায়াত শিবির কর্মীরা যৌথবাহিনীকে লড়্গ করে বেক কিছু ককটেল নিড়্গেপ করে। স'ানীয়দের অভিযোগ, পুলিশ বাড়ি বাড়ি তলস্নাশি চালিয়েও জামায়াত শিবির কর্মীদের আটক করে। একই সময় র্যাবের একটি গাড়ি ঘটনাস'লে আসলে শিবির কর্মীরা গাড়ি লড়্গ করে ককটেল নিড়্গেপ করে। এতে র্যাব-৫ এএসপি আসলামসহ ৪ র্যাব সদস্য আহত হয়। পরে র্যাব পুলিশ ও বিজিবি সদস্য পিকেটারদের ছত্রভঙ্গ করতে প্রায় ১ শ রাউ-গুলি, টিয়ার সেল নিড়্গেপ করে। এতে গুলি বিদ্ধ হয়ে আহত লিমনকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত লিমনের লাশ হাসপাতাল থেকে তার আত্মীয় স্বজনরা বাড়ি নিয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে অনত্মত ২৫ জন। চাঁপাইনবাবগঞ্জ শহরে থমথমে অবস'া বিরাজ করছে। শহরের বিভিন্নস'ানে অভিযান চালিয়ে ১০ জন জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়েছে।